Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

আশাশুনি উপজেলা সম্পূর্ণ প্রকুতিক সৌন্দর্যমন্ডিত একটি উপজেলা সবুজে গাছপালা ঘেরা এ উপজেলাটি মরিচ্চাপ খোলপটুয়া বেতনা ও কাপোতাক্ষ নামে, ৪টি নদি ন্বারা পরিবেষ্টিত আইলা ও সডরের প্রভাবে গাছ পালা নষ্ট হয়ে গিয়ে প্রকুতি সৌন্দর্য যদিও কিছুটা ম্লান হয়েছে তবুও সকরানির বেসকারি ভাবে রাস্তার এবং ভেড়ি বাধের দুই ধারে গাছ লাগিয়ে প্রকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার প্রচেষ্টা চালোনো হচ্ছে।

তারিই ধারাবহিকতায় আশাশুনি উপজেলায় চাপড়া বেইলী ব্রীজের উভয় পার্শ্বের মরিচ্চাপ নদীর উপজেলা পরিষদের সহযোগীতায় কেওড়া বাগান সৃষ্টি করা হয়েছে। বাগানের কেওড়া গাছগুলো অত্যন্ত সুন্দর ভাবে বেড়ে উঠে এলাকার প্রকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে।