Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

O উপজেলা সোলার প্যানেল

সৌর ব্যাবহারের ৭টি কারণ

 

পরিবেশ রক্ষার পাশাপাশি, সৌর ব্যবহারের আর কোন কারণ আছে কী? সৌর ব্যবহারের মামাবিধ কারণগুলো জানলে আপনি অবাক হবেন।

 

  1. বিদ্যুৎ চলে গেলে এটি আপনি  বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রীষ্মকালেবাংলাদেশেলোডশেডিং বেড়ে যায়, সেসময় বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থাথাকলে, আপনি লোডশেডিং-এর সময়ও বিদ্যুতের ব্যবহার চালু রাখতেপারবেন।

 

  1. সৌর ব্যবস্থার খরচ ক্রমেই হাতের নাগালে চলে আসছে -- বিগত দশকের প্রতিটি বছরেই  সৌর বিদ্যুতের  মূল্য ৩.৫% হারে কমে এসেছে ।

 

  1. বাংলাদেশে এটিই সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির উৎস -- পানিবিদ্যুতএবং বাতাস সামান্য কিছু শক্তি সরবরাহ করতে পারে, কিন্তু সৌর বিদ্যুতের ব্যবস্থার অসীম।

 

  1. Solar panels last সৌর প্যানেলেরস্থায়ীত্ত -- বেশিরভাগ বিদ্যুৎ  প্যানেল২৫ বছর বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে।কিন্তু একটি সোলারপ্যানেল তৈরি করার পিছনে যে শক্তি ব্যয় হয় তা  দুইথেকে তিন বছরের মধ্যে প্রাকৃতিক শক্তিতেরুপান্তর হয়।  

 

  1. এটি আইপিএস সিস্টেমের চেয়ে ভাল একটি বিকল্প ব্যবস্থা। -- আইপিএসএবং সৌর বিদ্যুৎ ব্যবস্থা-দুটোই খরচসাপেক্ষ, কিন্তু আইপিএস নতুনকরে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম নয় যাসৌরশক্তি দ্বারা সম্ভব, আইপিএসবিদ্যুতের ঘাটতি পূরন করতে পারে না, কিন্তু সৌরশক্তিদ্বারা সবসময় নতুন ওপরিচ্ছন্নশক্তি তৈরি করা যাচ্ছে।

 

  1. কেবল ৪০ ভাগ বাংলাদেশী নাগরিক বিদ্যুৎ গ্রীডের আওতাই আছে -- যারা জাতীয় বিদ্যুতেরআওতায় নেই, তাদেরজন্য সৌর বিদ্যুৎ ব্যবস্থাএকটি সর্বোত্তম পন্থা।  বাংলাদেশের জনপ্রতিএনার্জি ব্যবহার এর হার প্রায়(১৩৬ কিলোওয়াট-আওয়ার) সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি আশীর্বাদস্বরূপ।

 

  1. এটিআই.পি.এস. এর চাইতে অনেক বেশি এফিশিয়েন্ট/কার্যকর:আই.পি.এস.-এবিদ্যুতকে তিনবার DC থেকে AC-রুপান্তরিত করা হয়, এবং প্রত্যেকবারইখানিকটাকরে বিদ্যুতের অপচয় হয়। কিন্তু একটি সোলার সিস্টামের ক্ষেত্রে, একটি সম্পূর্ণ DC সিস্টাম রাখা যায়।