১৯৩৭ সালে খ্রিঃ জেভ্রিয়ান সম্প্রদায়ের ফাদারগণ উক্ত গীর্জাটি প্রতিষ্টা করেন উক্ত গীর্জায় খ্রীস্ট ধমীর্বলম্বীদের প্রার্থনা সভাসহ ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ইহা ছাড়া এখানে সেন্ট ফ্রন্সিস জোডিয়ার জুনিয়ার হাইস্কুল ও ছাত্রাবাস রহিয়াছে। উক্ত গীর্জায় সপ্তাহিক ভাবে প্রতি রবিবারে সকল খ্রীষ্টান ভক্তগণ একসাথে যোগদান করে থাকেন এবং ভক্তগণ প্রভাতে উঠিয়া উপস্যানা করে থাকেন। এছাড়া সকল সম্প্রদায়ের গরিব দুঃখী লোকদের সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য এখানে মাদার তেরাজা হোম রহিয়াছে সেখানে প্রতি সোমবারে সকল ধর্মের লোকদের বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এবং প্রতিদিন দুপুর ৩টার সময় গরীব দুঃখীদের মাছে খাবার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS